ভালো মানুষের গুণাবলী - ভালো মানুষ হওয়ার উপায়
ভুমিকা
কখনও কারও হ্মতি করা যাবে না
বন্ধুগণ আপনি যদি ভালো মানুষ হতে চান তাহলে কখনও কারও ক্ষতি করা যাবে না। আপনি যদি স ইচ্ছায় কখনও কারও ক্ষতি করেন তাহলে এর মত কোন পাপ কাজ নেই এর শাস্তি ইহকাল এবং পরকালেও ভোগ করতে হবে। কারও হ্মতি ভালো মানুষের গুণের মধ্যে পড়ে না।
লোভ হিংসা অহংকার থেকে বিরত থাকা
লোভ হিংসা অহংকার যার মধ্যে থাকে সে কোনদিন ভালো মানুষ হতে পারে না। অন্যের জিনিস দেখে লোভ করা যাবে না সৃষ্টিকর্তা আপনাকে যতটুকু দিয়েছে আপনি সেটাই নিয়ে খুশি থাকুন। হিংসা মানুষকে পতনের দিকে ঠেলে দেয়।
আরো পড়ুন, মেয়ে পটানোর উপায় - মেয়েরা কেমন ছেলে চাই
সদা সব সময় আপনার আশেপাশের পরিবেশের মানুষদের সাথে ভালো ব্যবহার করবেন তাদের সাথে ভালোভাবে কথাবার্তা বলবেন তাহলে আপনার মনের মধ্যে কোন অহংকার আসবে না। এই তিনটা জিনিস অবশ্যই আপনাকে মেন্টেন করে চলতে হবে।
অনর্থক কাজ এবং পাপ কাজ থেকে বিরত থাকা
একটি অজ্ঞাত কাজ করার আগে ভাবতে হয় এটা আমার পক্ষে ঠিক না বেঠিক। আপনার মনের দিক থেকে বিবেচনা করবেন যে এই কাজটি করলে আমার ভালো হবে না পাপ কাজ হবে যদি মনে করেন খারাপ কাজ তাহলে অবশ্যই আপনাকে এড়িয়ে চলতে হবে এটা ভালো মানুষের বিশেষ উপায়। আপনি যদি ভালো মানুষ হতে চান তাহলে অনর্থক কাজ এবং পাপ কাজ থেকে বিরত থাকতে হবে।
একজন ভালো মানুষ সত্যবাদী হবেন
আপনার পরিবেশের লোকজনদের সাথে সদা সব সময় সত্য কথা বলবেন। একজন ভালো মানুষ সত্যবাদী হবেন এটাই স্বাভাবিক। সত্য কথা বলা সৎ পথে চলা একজন ভালো মানুষের বিশেষ গুণ।
আরো পড়ুন, শীতে কি কি খাবার খাওয়া নিষেধ - শীতকালে ক্ষতিকর খাবার
অপরের অধিকার ব্যাপারে সতর্ক থাকা
ধরে নেন একটি পূর্ণ আপনার খুব কাছের প্রতিবেশীর সেই ব্যক্তি পূর্ণটা বিক্রি করে দিতে চাই অন্য লোকের কাছে। সেখানে আপনি গিয়ে বলছেন এটা আমার কাছে বিক্রি করতে হবে, এটা ভালো মানুষের গুণ এর মধ্যে পড়ে না। ওই পূর্ণটা তার অধিকার সে কার কাছে বিক্রি করবে না করবে সেটা তার ব্যাপার আশা করি বুঝতে পারছেন।
ভুল করলে হ্মমা চেয়ে নেওয়া
মানুষ মাত্রই ভুল হয় - ভুল স্বীকার করা এই নীতি যার মধ্যে আছে সে ভালো মানুষের মত মানুষ হতে পারবে। আপনি যদি অজ্ঞানে কোন ব্যক্তির কাছে ভুল করে থাকেন তাহলে তার কাছ থেকে প্রথমেই ক্ষমা চেয়ে নিবেন তাহলে সেই ব্যক্তি অবশ্যই আপনাকে একজন ভালো মানুষ হিসেবে গণ্য করবে এবং ক্ষমা করে দিবে।
ধার্মক হওয়া
প্রিয় পাঠক আপনি যেই ধর্মেরই কেন না হন একজন ভালো মানষের শ্রেষ্ঠ গুণ হচ্ছে ধার্মিক হওয়া। ধর্ম যার মধ্যে আছে সে অবশ্যই তা সব সময় ভালো কাজ করবে এবং সৎ পথে চলবে।
আরো পড়ুন, Vidmate app- ভিডমেট অ্যাপ ডাউনলোড করার নিয়ম - ভিডমেট অ্যাপ সর্ম্পকে বিস্তারিত
অন্যের সাহায্য করা
অন্যের সাহায্য করা এটা ভালো কাজ এই কাজের মূল্য পাবেন অপরিসীম যেমন, মানুষের দোয়া। আপনি পথে-ঘাটে চলাফেরার সময় বা আপনার চোখের সামনে কোন ব্যক্তি যদি বিপদে পড়ে তাহলে তাকে অবশ্যই আপনি যতটা পারেন সাহায্য করবেন।
সকলের সঙ্গে ভালো ব্যাবহার করা
ব্যবহার বংশের পরিচয়, আপনি সকলের সঙ্গে ভালো ব্যবহার করেন তাহলে আপনার আশেপাশের পরিবেশের লোকজন বলবে অমুক ব্যক্তিটা ভালো সে সকলের সঙ্গে ভালো ব্যবহার করে।
লেখকের মন্তব্য
বন্ধুগণ ভালো মানুষের সব কিছু ভালই হয় আপনি নিজেকে সব সময় ভালো হওয়ার চেষ্টা করবেন। মানুষ পারেনা এমন কোন কাজ নেই আপনি যদি উপরের লেখাগুলো ভালোভাবে পড়ে থাকেন তাহলে ভালো মানুষের গুণাবলী এবং ভালো মানুষ হওয়ার উপায় অবশ্যই বুঝতে পারছেন।
আমার এই আর্টিকেল যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। যদি আপনার কোন বিষয় নিয়ে জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url