কিওয়ার্ড কি, কিওয়ার্ড সম্পর্কে বিস্তারিত
ভুমিকা
অনলাইন জগতে অনেক গুলো সাইট রয়েছে যেমন, গুগোল, ফেসবুক, ইয়উটুব ইত্যাদি। সাধারণত
এইগুলো ওয়েবসাইটে একজন ভক্তা তাঁর ত্যথ খুঁজে পাওয়ার যন্য ছার্চ্চ ইঞ্জিনে যেসকল
শব্দ লিখে ছার্চ্চ দাই একেই কিওয়ার্ড বলে। সাধারণত কিওয়ার্ড অনেক ধরনের
হয়,কিওয়ার্ড সম্পর্কে আরো তথ্য জানতে নিচের লেখা গুলো ভালো ভবে পড়তে হবে।
কিওয়ার্ড সাধারণত অনেক ধরনের হয়, বিশেষ ভবে আমরা চার প্রাকারকে বেশি গুরুত্ব দিয়ে
থাকি। নিচে ব্যাখ্যা করা হলো।
স্থানিয় কিওয়ার্ড
সাধারণত আপনি যখন গুগল, ইয়উটুব, ফেসবুকে কোন কিছু লিখে সার্চ দেন ওই একি লিখা দুই
থেকে তিনবার বা তার অধিক বার লিখে সার্চ দেন, সার্চ ইঞ্জিন এর নিচে দেখবেন
পূর্বেন কিছু কিখা আপনার সার্চ ইঞ্জিনে দেখাছে একেই স্থানিয় কিওয়ার্ড বলে।
শর্ট কিওয়ার্ড
মনে করেন আপনি একজন ভক্তা, আপনি কোন একটি তথ্য জানতে চাছেন তো আপনি গুগোলে
সার্চ্চ ইঞ্জিনে গিয়ে সার্চ্চ দিচ্ছেন। যদি আপনি এক থেকে তিনটি শব্দ লিখে সার্চ্চ
দেন তাহোলে একে শর্ট কিওয়ার্ড বলে।
লং কিওয়ার্ড
আমরা সাধারণত গুগলে যখন সার্চ্চ ইঞ্জিনে সার্চ্চ দিতে যাই সেখানে তিনটির বেশি
শব্দ লিখে সার্চ্চ দিয়ে থাকি, একেই লঙ্গ কিওয়ার্ড বলে। এদিকে লং কিওয়ার্ড কিছুটা
ব্যান্ড কিওয়ার্ড এর সাথে মিল রয়েছে।
আরো পড়ুন, মেয়ে পটানোর উপায় - মেয়েরা কেমন ছেলে চাই
ব্যান্ড কিওয়ার্ড
সাধারণত আমরা গুগল, ইয়উটুব, ফেসবুক এই সাকল অয়েব সাইটে আমরা যখন কোন কিওয়ার্ড
লিখে সার্চ দিয়া থাকি আপনি লখ্য করবেন সার্চ ইঞ্জিনের নিচের দিকে।
আপনি যখন সার্চ দিবেন মনে করেন আপনি কিওয়ার্ড সম্পর্ক সার্চ দিচ্ছেন, নিচে দেখবেন
কিওয়ার্ড কি, কিওয়ার্ড কতো প্রার, কিওয়ার্ড সম্পর্ক ব্যাখ্যা ইত্যাদি চলে আসে।
পরিশেষে বলা যাই সার্চ ইঞ্জিন এর নিচে যেই সকল শব্দ আসে একেই ব্যান্ড
কিওয়ার্ড বলে ।
লেখক এর মন্তব্য
সবশেষে বলা যাই যে, কিওয়ার্ড সম্পর্ক আপনি ভালো ধারনা পেয়ে গিয়েছেন। যদি আমার এই
আটিকেল ভালো লেগে থাকে তাহলে নিচে আপনার মূল্যবান মন্তব্য করে যাবেন ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url