মাথা ব্যথার ওষুধের নাম - মাথা ব্যথা কমানোর উপায়

প্রিয় পাঠক, মাথা থাকলে মাথাব্যথা থাকবেই। ছোট বড় প্রতিটা মানুষেরই মাথা ব্যথা যন্ত্রণায় ভুগতে হয়। মাথা ব্যথা নিয়ে কাজ করা খুব অস্বস্তিকর। অনেক ওষধ রয়েছে যেগুলো খেলে মাথাব্যথা কমে যায় আমরা অনেকেই সেইগুলো ওষুধের নাম জানি না। আজকে আমরা মাথা ব্যথা কমানোর উপায় এবং মাথা ব্যথার ওষুধের নাম জানবো।
মাথা ব্যথার ওষুধের নাম - মাথা ব্যথা কমানোর উপায়
প্রিয় পাঠক, আপনি যদি মাথা ব্যথার ওষুধের নাম এবং মাথা ব্যথার কমানোর উপায় খুঁজে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন, দ্রুত মাথা ব্যাথা কমানোর জন্য কোন কোন ঔষধ খাওয়া প্রয়োজন এবং মাথা ব্যথা কমানোর উপায় জানতে পারবেন।

মাথা ব্যথার ওষুধের নাম

মাথা ব্যথার অনেক গুলো ওষুধ রয়েছে তার মধ্যে কোন গুলো ঔষধ কে আমরা বেশি গুরুত্ব দিব বা কোন কোন ঔষধ খেলে দ্রুত মাথা ব্যথা কমে যায় তা আমরা অনেকেই জানি না। চলুন জেনে নেওয়া যাক মাথা ব্যথার ওষুধের নাম।
  • এনিলিক (Anilic) 200 mg
  • আরিন (Arain) 200 mg
  • লজরিন (Lograin) Tablet 200 mg
  • মিগ্রাটল (Migratol) Tablet 200 mg
  • মিগরেক্স (Migrex) Tablet 200 mg
  • মিনোপা (Minopa) Tablet 200 mg
  • মাইগান (Mygan) Tablet 200 mg
  • নামিটোল (Namitol) Tablet 200 mg
  • টলিফ (Tolif) Tablet 200 mg
  • টলমিক (Tolmic) 200 mg
  • টাফনিল (Tufnil) Tablet 200 mg

মাথা ব্যথা কমানোর উপায়

বন্ধুগণ, আপনি হয়তো ভালো করেই জানেন মাথা ব্যথা করলে কেমন অনুভূতি হয়। কোন কাজের প্রতি গুরুত্বপূর্ণ ভাবে মন বসে না। মাথা ব্যথার কোন নির্দিষ্ট কারণ নেই, আপনি যদি অতিরিক্ত পরিশ্রম বা মানসিক চাপে থাকেন তাহলে মাথা ব্যথার সমস্যা হতে পারে। চলুন জেনে নেওয়া যাক মাথা ব্যথা কমানোর উপায় সমূলহ।
  • মাথা ম্যাসাজ, বন্ধুগণ আপনার যখন মাথা ব্যাথা করে তখন আপনি মাথা ম্যাসাজ করতে পারেন মাথা ম্যাসাজ করলে এতে রক্তের চলাচল ভালো হয় এবং দ্রুত মাথা ব্যথা কমে যায়।
  • কপালে ঠান্ডা বরফ ব্যবহার করুন, বিশেষজ্ঞদের বলেছেন দ্রুত মাথা ব্যথা কমানোর উপায় এর মধ্যে আপনাকে কপালে ঠান্ডা বরফের সেঁক দিতে হবে। নরম সুতির কাপড়ে কিছু বরফ মুড়ে নিন তারপর আপনার কপালে ম্যাসাজ করতে থাকুন ধীরে ধীরে মাথা ব্যথা কমতে শুরু করবে।
  • আদা চা কিংবা কফি পান করুন। প্রিয় পাঠক আপনার যদি খুব বেশি মাথা ধরে তাহলে আপনি আদা দিয়ে চা কিংবা কফি পান করতে পারেন এবং কিছুক্ষণ বিশ্রাম করুন এতে দ্রুত মাথা ব্যথা কমানোর উপায় বলে আশা করা যাই।
  • বেশি বেশি জল পান করুন। বিশেষজ্ঞদের মতে মাথা ব্যথা করলে বেশি করে জল খাওয়া উচিত তাহলে দ্রুত মাথা ব্যথা কমেতে সুরু করে। 
  • রোদের তাপ থেকে দূরে থাকুন। মাথা ব্যথা করলে রোদের তাপ থেকে এড়িয়ে চলা ভালো তাহলে আস্তে আস্তে মাথা ব্যথা কমে যাবে।

মাথা ব্যথা হলে কোন ওষুধ খেতে হবে

প্রিয় পাঠক, আপনি যদি মাথা ব্যথার ওষুধ খেতে চান তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন। ইতিমধ্যে আমরা জেনে গেছি মাথা ব্যথার ওষুধের নাম আমরা আরো কিছু ওষুধের সম্পর্ক জানবো যেগুলো খেলে মাথাব্যথা ভালো হয় বা মাথা ব্যথা হলে কোন ওষুধ খেতে হবে। 
  • Napa Extra
  • Ace Plus
  • Reset Plus
  • Cafedon
  • Caffo
  • Fap Plus
  • Anilic
  • Arain
  • Migrex
  • Lograin
  • Migratol
  • Mygan
  • Minop

মাথা ব্যথা কত ধরনের হয়ে থাকে

প্রিয় বন্ধুরা আমাদের সকলের জানা উচিত মাথা ব্যথা কত ধরনের হয়ে থাকে, আপনি কি ভাবছেন মাথা ব্যথার আবার ধরন আছে ? আসলে হ্যাঁ, মাথা ব্যাথার ও ধরুন রয়েছে। চলুন জেনে নেওয়া যাক।
মাথা ব্যথা সাধারণত ৩ ধরনের হয়ে থাকে। মাইগ্রেনের মাথা ব্যাথা, সাইনোসাইটিসের জনিত মাথা ব্যাথা, টেনশন জনিত মাথা ব্যাথা।

মাইগ্রেনের ব্যথা

এই ব্যথা সাধারণত কপালের অর্ধেক টা জুড়ে হয়। এর আরেকটা নাম আছে আধ কপালি, এটা খুব সিরিয়াস। এই ব্যথা হলে ওষুধ খাওয়া বিশেষ প্রয়োজন। প্রতিটি মানুষের জীবনে এই ব্যথা সাধারণত কয়েকদিন পর পর হয় মাইগ্রেনের ব্যথা খুব যন্ত্রণা দায়ক ব্যথা। মাইগ্রেনের মাথা ব্যাথা শুরু হলে আপনার কোনো কাজ এর প্রতি মনজগ থাকবে না।

সাইনোসাইটিসের জনিত মাথা ব্যাথা

দীর্ঘ দিনের সমস্যা মানসিক চাপ শরীর দুর্বলতার জন্য সাইনোসাইটিসের জনিত মাথা ব্যাথা হয়। সাইনোসাইটিসের ব্যাকটেরিয়ার কারণে মাথা ব্যথা, চোখ ব্যাথা, নখ ব্যথা , গলা ব্যথা, এমনকি দাঁত ব্যথা হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সাইনোসাইটিসের এই ব্যাথা সাধারণত এন্টিবায়োটক এর প্রকাশিত।

টেনশন জনিত মাথা ব্যথা

সাধারণত টেনশন জনিত মাথা ব্যাথা আপনার প্রতি দিনের কাজে ব্যাঘাত ঘটানোর মতো তীব্র হয় না। টেনশন জনিত মাথা ব্যথা হলে মাথার দুইপাশে কিছুটা স্থায়ী ব্যাথার মত অনুভাব হয়। ঘাড়ে মাংসপিণ্ড টানটান উত্তেজনা এবং চোখের পিছনে চাপ এর মত ভারী ভাব লাগে। 

মাথা ব্যাথার প্রধান কারণ কি

অনেক গুলো কারণেই মাথা ব্যাথা হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ রয়েছে যা আমাদের শরীরে মাথা ব্যাথার প্রধান মূল। চলুন জেনে নেওয়া যাক মাথা ব্যাথার প্রধান কারণ কি।
  • খারাপ আবহাওয়ার কারণে
  • মানিসিক চাপের কারনে
  • দাঁতে দাঁতে ঘষা
  • খাবার থেকে মাথা ব্যাথা
  • উজ্জল আলো
  • জমে থাকা রগ
  • পাড়ফিউম
  • যৌন সহবাস থেকে মাথা ব্যথা
  • আইস্ক্রিম

মাথা ব্যাথার খাবার

আমরা সাধারণত যে সকল খাবার খেয়ে থাকি তার ওপর নির্ভর করে আমাদের মাথা ব্যথা। মাথা ব্যথা খুব খারাপ জিনিস মাথা ব্যথা হলে মাথায় তীব্র যন্ত্রণা হয়। যাদের ব্যথা কিছুতেই কমতে চায় না তারা নিচে দেওয়া এ সকল খাবার খেয়ে মাথা ব্যথার জন্য কিছুটা উপকার পেতে পারেন। চলুন জেনে নেওয়া যাক মাথা ব্যাথার খাবার।

কলা

অনেক সময় খালি পেটে থাকলে হাইপোগ্লাইসেমিয়া হয় এতে রক্তের শর্করা মাত্রা কমে যায় যার ফলে মাথা ধরে। এই সময় কলা খেলে দ্রুত এনার্জি পাওয়া যাবে। কলাতে ম্যাগনেশিয়াম রয়েছে যা মাথাব্যথা কমাতে সাহায্য করে।

তেরমুজ

তরমুজ খাওয়ার ফলে কিছুটা জলের চাহিদা মিটায় যা মাথাব্যথার জন্য বেশ উপকারী। জল বেশি খাওয়ার ফলে মাইগ্রেন হওয়ার সম্ভাবনা কম। মাথা ব্যথা কমানোর উপায় এর মধ্যে তরমুজ খুব ভালো কাজ করবে।

বাদাম

বাদাম বিষ খাওয়ার ফলে মাথা ব্যাথার কমতে শুরু করে। বাদাম বীজ নানা রকম ভাবে খেতে পারেন বিশেষ করে ঘুম থেকে উঠে। এতে ম্যাগনেসিয়াম এর পাশাপাশি প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে ।

ভেষজ চা

ভেষজ চা খাওয়ার ফলে শরীরে হাইড্রেট রাখে এবং মাথা ধরা আস্তে আস্তে কমতে থাকে। পিপারমেন্ট টি খাওয়া সাইনাসের জন্য বেশ উপকারী মাথা ধরার প্রবণতা কমাতে পিপারমিন্ট কি খাওয়া শুরু করুন।

মাশরুম

পেটের নানান রকমের সমস্যা যেমন খাবার হজম হওয়ার এবং পেটে অন্যান্য সমস্যা যেটা মারাত্মক রূপ ধারণ করতে পারে। তাই মাশরুম ডিম ও বাদামের মত খাবার রাখুন প্রতিদিন এর তালিকায়। এতে প্রচুর পরিমাণে রিবোফ্ল্যাবিন আছে। 

শেষ কথা

বন্ধুগণ, আপনি যেতটা পারেন নিজের যত্ন নিবেন কারণ, শরীরের যত্ন নেওয়ার ফলে আপনার রগ বালাই কম হবে তার পাশাপাশি মাথা ব্যথা। মূলত আমার এই আর্টিকেলটি ছিল মাথা ব্যথার ওষুধের নাম এবং মাথা ব্যথা কমানোর উপায় নিয়ে আশা করি আপনি এই আর্টিকেলে সঠিক তথ্য খুঁজে পেয়েছেন।

অনলাইন জগতে সীমা আইটির অবদান হবে অপরিসীম, এই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এই আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার পরিবার এবং বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করবেন।

শেষ কথা আপনাদের যদি কোন প্রশ্ন থেকে থাকে বা আমার আর্টিকেলে যদি কোন তথ্য ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এতক্ষণ আমাদের ওয়েবসাইটের সঙ্গে থেকে মাথা ব্যথার ওষুধের নাম - মাথা ব্যথা কমানোর উপায় পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন এরকম নতুন নতুন পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট ফলো করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url