মহাপ্রভুর অধিবাস কীর্তন - অধিবাস কীর্তন লিরিক্স - অধিবাস কীর্তন

ভূমিকা

লীলা কীর্তন হিন্দু ধর্মের ভক্তগণের মেলা বলা যেতে পারে। শহরে বলেন বা গ্রামগঞ্জে কম-বেশি অনেক জায়গায় কীর্তন করা হয়। এই কীর্তনের প্রথম দিনকে বলা হয় অধিবাস। আর এই অধিবাস এর গান মহাপ্রভুর অধিবাস কীর্তন এবং অধিবাস কীর্তন লিরিক্স ও অধিবাস কীর্তন পরিবেশন করা হয় অধিবাস এর দিনে।
মহাপ্রভুর অধিবাস কীর্তন - অধিবাস কীর্তন লিরিক্স - অধিবাস কীর্তন

পোস্ট সূচিপত্রঃনমস্কার আমি শ্রী শুভ কুমার প্রামাণিক। প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ব্লগ আর্টিকেল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের আর্টিকেলটি মূলত মহাপ্রভুর অধিবাস কীর্তন ও অধিবাস কীর্তন লিরিক্স এবং অধিবাস কীর্তন নিয়ে। আপনি যদি এই সকল তথ্য খুঁজে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।

অধিবাস কীর্তন

অধিবাস কীর্তন    
   
জয় জয় নবদ্বীপ মাঝ। 
গৌরাঙ্গ আদেশ পাঞা,        ঠাকুর অদ্বৈত যাঞা,
             করে খোল মঙ্গলের সাজ ৷৷
অনিয়া বৈষ্ণব সব,        হরিবোল কলরব,
          সংকীর্তনে করে অধিবাস।
আপনি নিতাই ধন,         দেয় মালা চন্দন,
       করে প্রিয় বৈষ্ণ সম্ভাষ ৷৷
গোবিন্দ মৃদঙ্গ লইয়া,          বাজায় তাতা থৈয়া থৈয়া,
    করতালে অদ্বৈত চপল।
হরিদাস করে গান,           শ্রীবাস ধরয়ে তান,
     নাচে গোরা, কীর্ত্তন মঙ্গল ৷৷
চৌদিকে বৈষ্ণবগণে,          হরি বোল ঘনে ঘনে। 
     কালি হবে কীর্ত্তন মহোৎসব।
আজি খোল মাঙ্গলি,        রাখিয়ে আনন্দ করি, 
    বংশী বলে দেহ জয় রব ৷৷

অধিবাস কীর্তন

শ্রীকৃষ্ণের অষ্টোত্তরশত নাম

জয় জয় গোবিন্দ গোপাল গদাধর।
কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণাসাগর ৷৷
জয় জয় গোবিন্দ গোপাল বনমালী।
শ্রীরাধার প্রাণধর মুকুন্দ মুরারি ৷৷
হরিনাম বিনে রে গোবিন্দনাম বিনে।
বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে ৷৷
দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে।
না ভজিনু রাধাকৃষ্ণ চরণরবিন্দে ৷৷
কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু।
মিছা মায়াই বদ্ধ হয়ে বৃক্ষসম হৈনু ৷৷
ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি' পড়ে।
কালরূপে সংসারেতে পক্ষী বাসা করে।
যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে।
মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে ৷৷
বাসুদেব রাখি' আলই নন্দের মন্দিরে।
নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে ৷৷
শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন ৷৷
যশোদা রাখিল নাম যাদু বাছাধন ৷৷
উপানন্দ নাম রেখে সুন্দর গোপাল।
ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল ৷৷ 
                            মহাপ্রভুর অধিবাস কীর্তন - অধিবাস কীর্তন লিরিক্স - অধিবাস কীর্তন
শ্রীকৃষ্ণের অষ্টোত্তরশত নাম

সুবল রাখিল নাম ঠাকুর কানাই।
শ্রীদাম রাখিল নাম রাখালরাজা ভাই ৷৷
ননীচোরা নাম রাখে যতেক গোপিনী।
কালোসোনা নাম রাখে রাধাবিনোদিনী ৷৷
চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী।
কুঞ্জা রাখিল নাম পতিতপাবন হরি ৷৷
অন্তর রাখিল নাম অন্ত না পাইয়া।
কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া ৷৷
কম্বমুনি রাখে নাম দেব চত্রুপাণি।
বনমালী নাম রাখে বনের হরিণী ৷৷
গজরাজ নাম রাখে শ্রীমধুসূদন।
আজামিল নাম রাখে দেব নারায়ণ ৷৷
পুরন্দর নাম রাখে দেব শ্রীগোবিন্দ।
দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু ৷৷
সুদামা রাখিল নাম দারিদ্র্যভঞ্জন।
ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন ৷৷
দর্পহারী  নাম রাখে অর্জুন সুধীর।
পশুপতি নাম রাখে গরুড় মহাবীর ৷৷
যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর।
বিদুর রাখিল নাম কাঙ্গালের ঠাকুর ৷৷
মহাপ্রভুর অধিবাস কীর্তন - অধিবাস কীর্তন লিরিক্স - অধিবাস কীর্তন
শ্রীকৃষ্ণের অষ্টোত্তরশত নাম

বাসুকী রাখিলো নাম দেব সৃষ্টি স্থিতি।
ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথী ৷৷
নারদ রাখিল নাম ভক্তপ্রাণধন।
ভীম্বদেব নাম রাখে লক্ষীনারায়ণ ৷৷
সত্যভামা নাম রাখে সত্যের সারথী ৷৷
জাম্ববতী নাম রাখে দেব যুদ্ধাপতি ৷৷
বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার ৷৷
অহল্যা রাখিল নাম পাষণ উদ্ধার ৷৷
ভূগুমুনি নাম রাখে জগতের হরি।
পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি ৷৷
কুঞ্জকেশী নাম রাখে বলী সদাচারী।
প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারী ৷৷
দৈত্যারি দ্বারকানাথ দারিদ্র্যভঞ্জন।
দয়াময় দ্রৌপদীর লজ্জা নিবারণ ৷৷
স্বরূপে সবার হয় গোলকের স্থিতি।
বৈকুণ্ঠে বৈকুষ্ঠনাথ কমলার পতি ৷৷
বাসুদেব প্রদ্যুম্নাদি চতুর্বূহ সহ।
মহৈশ্বর্যপূর্ণ হয়ে বিহার করহ ৷৷
অনিরুদ্ধ সংস্কর্ষণ নৃসিংহ বামন।
মৎস কূর্ম বরাহাদি অবতারগণ ৷৷
মহাপ্রভুর অধিবাস কীর্তন - অধিবাস কীর্তন লিরিক্স - অধিবাস কীর্তন
শ্রীকৃষ্ণের অষ্টোত্তরশত নাম

ক্ষীরোদকশায়ী হরি গর্ভোদবিহারী।
কারণসাগরে শক্তি মায়াতে সঞ্চারী ৷৷
বৃন্দাবনে কর লীলা ধরি গোপবেশ।
সে লীলার অন্ত প্রভু নাহি পায় শেষ ৷৷
পূতনাবিনাশকারী শকটভঞ্জন ৷৷
তৃণাবর্ত বক কেশী ধেনুক মর্দন ৷৷
অঘারি গোবর্ধনধারী শ্রীরাসবিহারী।
গিরিগোবর্ধনধারী অর্জুনভঞ্জন ৷৷
ইন্দ্রদর্পনাশকারী কুজামনোহারী।
চাণুর কংসাদি নাশী অত্রুরনিস্তারী ৷৷ 
নবীন নীদর কান্তি শিশু গোপবেশ।
শিখিপুচ্ছবিভূষিত ব্রহ্ম পরমেশ ৷৷
পীতাম্বর বেণুধর শ্রীবৎসলাঞ্ছন ।
গোপগোপীপরিবৃত কমল নয়ন ৷৷
বৃদাবন বনচারী মদনমোহন।
মথুরামগুলচারী শ্রীযদুনন্দন ৷৷
সত্যভামাপ্রাণপতি রুক্মিণীরমন।
প্রদ্যুম্লজনক শিশুপাল্যাদি দমন ৷৷
উদ্ধবের গতিদাতা দ্বারকার প্রতি।
ত্রিভুবনপরিত্রাতা আখিলের গতি ৷৷
মহাপ্রভুর অধিবাস কীর্তন - অধিবাস কীর্তন লিরিক্স -অধিবাস কীর্তন
শ্রীকৃষ্ণের অষ্টোত্তরশত নাম

শাল্ব দন্তবত্র নাশী মহিষীবিলাসী।
সাধুজন ত্রাণকর্তা ভূভার বিনাশী ৷৷
পাগুবের সখা কৃষ্ণ বিদুরের প্রভু।
ভীম্বের উপাস্যদেব ভুবনের বিভু ৷৷
দেবের আরাধ্যদেব মুনিজনগতি।
যোগিধ্যেয় পাদপদ্ম রাধিকার পতি ৷৷
রসময় রসিক নগর অনুপম।
নিকুঞ্জবিহারী হরি নবঘনশ্যাম ৷৷
শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর।
তারক ব্রহ্ম সনাতন পরম ঈশ্বর ৷৷
কল্পতরু কমললোচন হৃষিকেশ।
পতিতপাবন গুরু জ্ঞান উপদেশ ৷৷
চিন্তামণি চতুর্ভুজ দেব চত্রুপাণি।
দীনবন্ধু দেবকীনন্দন যদুমণি ৷৷
অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা।
নারদাদি ব্যাসদেব দিতে নারে সীমা ৷৷
নাম ভজ নাম চিন্ত নাম কর সার।
অন্তর কৃষ্ণের নাম মহিমা অপার ৷৷
শতভার সুবর্ণ গো কোটি কন্যাদান।
তথাপি না হয় কৃষ্ণনামের সমান ৷৷
যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি।
নামের সাহিত আছেন আপনি শ্রীহরি ৷৷
শুন শুন ওরে ভাই নাম সংকীর্তন।
যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন ৷৷
কৃষ্ণনাম ভজ জীব আর সব মিছে।
পলাইতে পথ নাই যম আছে পিছে ৷৷
কৃষ্ণনাম হরিনাম বড়ই মধুর।
যেই জন কৃষ্ণ ভাজে সে বড় চতুর ৷৷
ব্রহ্ম আদি দেব যাঁরে ধ্যানে নাহি পায়।
সে হরি বঞ্চিত হলে কি হবে উপায় ৷৷
হিরণ্যকাশিপুর করি উদর বিদারণ।
প্রহ্লাদে করিলা রক্ষা দেব নারায়ণ ৷৷
বাহিরে ছলিতে প্রভু হইলা বামন।
দ্রৌপদীর লজ্জা হরি কৈলা নিবারণ ৷৷
অষ্টোত্তরশত নাম যে করে পঠন।
অনায়াসে পায় রাধাকৃষ্ণের চরণ ৷৷
ভক্তবাঞ্ছা পূর্ণ করে নন্দের নন্দন।
মথুরায় কংসধ্বংস, লস্কায় রাবণ ৷৷
ভক্তবাঞ্ছা পূর্ণ করে নন্দের নন্দন।
মথুরায় কংসধ্বংস, লঙ্কার রাবণ ৷৷
বকাসুরবধ আদি কালীয়দমন।
দ্বিজ হরিদাস কহে নাম-সংকীর্তন ৷৷

হিন্দি কীর্তন ১


জয় গোবিন্দ, জয় গোপাল,
                             কেশব, মাধব, দীনদয়াল।
শ্যামসুন্দর, কান্‌হাইয়ালাল,
                            গিরিবরধারী, নন্দুদুলাল ৷৷
অচ্যুত, কেশব, শ্রীধর, মাধব,
                        গোপাল, গোবিন্দ, হরি।
যমুনা পুলিনমে বংশী বজাওয়ে,
                নটবর বেশধারী ৷৷

হিন্দি কীর্তন ২

সুন্দরলাল শচীদুলাল,
                                       নাচত শ্রীহরি কীর্ত্তন মেঁ।
ভালো চন্দন তিলক মনোহর,
                                            অলকা শোভে কপোলন মেঁ ৷৷
সুন্দ্রলাল শচীদুলাল,
                                     নাচত শ্রীহরি কীর্ত্তন মেঁ।
শিরে চূড়া দরশী বালে,
                                             বনফুলমালা হিয়াপর দোলে ৷৷
পহিরন পীত পটাম্বর শোভে,
                                           (নূপুর) রুণু ঝুনু চরণো মেঁ ৷৷
সুন্দরলালা শচীদুলাল,
                                       নাচত শ্রীহরি কীর্ত্তন মেঁ ৷৷
রাধাকৃষ্ণ এক তনু হ্যায়,
                                           নিধুবন মাঝে বনশী বাজায়।
বিশ্বরূপ কি প্রভুজী সহী,
                                          আওত প্রকটহি নদীয়া মেঁ ৷৷
সুন্দরলালা শচীদুলাল,
                                      নাচত শ্রীহরি কীর্ত্তন মেঁ।
কোই গাওত হ্যায়, রাধাকৃষ্ণ নাম
                                                  কোই গাওত হ্যায়, হরিগুণগান ৷৷
মৃদঞতাল মধুর রসাল,
                                         কোই গাওত হ্যায়, রঙ্গমেঁ।
সুন্দ্রলাল শচীদুলাল,
                                        নাচত শ্রীহরি কীর্ত্তন মেঁ ৷৷

শেষ কথা

বন্ধুগণ, থাকি। শেষ কথা ই আজকে আমার এই আর্টিকেলটি ছিল মহাপ্রভুর অধিবাস কীর্তন - অধিবাস কীর্তন লিরিক্স - অধিবাস কীর্তন সম্পর্কে সমস্ত তথ্য আশা করি আপনি এই আর্টিকেলে সঠিক তথ্য খুঁজে পেয়েছেন। কোন কিছু বুঝতে না পারলে বা কোন তথ্য জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে।

অনলাইন জগতে সীমা আইটির অবদান হবে অপরিসীম, এই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এই আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার পরিবার এবং বন্ধু-বান্ধবীর কাছে অবশ্যই শেয়ার করবেন।

শেষ কথা আপনাদের যদি কোন প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এতক্ষণ আমাদের ওয়েবসাইটের সঙ্গে থেকে মহাপ্রভুর অধিবাস কীর্তন এবং অধিবাস কীর্তন লিরিক্স এবং অধিবাস কীর্তন এর সমস্ত তথ্য পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন এরকম নতুন নতুন পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

মহাপ্রভুর অধিবাস কীর্তন - অধিবাস কীর্তন লিরিক্স - অধিবাস কীর্তন এই আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার পরিবার আপনার বন্ধুবান্ধব আপনার আত্মীয়-স্বজনদের কাছে অবশ্যই শেয়ার করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url