একাদশী তালিকা ২০২৪ বাংলাদেশ - একাদশী পারন মন্ত্র
ভূমিকা
নমস্কার, আমি শ্রী শুভ কুমার। আজকের আমার এই আর্টিকেলে সারা বিশ্বের একাদশী তালিকা ২০২৪ বাংলাদেশ এবং একাদশী পারন মন্ত্র নিয়ে। সনাতন ধর্মালম্বীদের কাছে একাদশীর গুরুত্ব অপরিসীম। একাদশী হলো সাধনা বা তপসা যা প্রতি মাসে দুইবার পালন করা হয়, একটি কৃষ্ণপক্ষে আরেকটি শুক্লপক্ষে। নিয়ম অনুযায়ী একাদশী ব্রত পালন করলে মঙ্গল হবে।
পোস্ট সূচিপত্রঃপ্রিয় পাঠক, আপনি যদি একাদশী তালিকা ২০২৪ বাংলাদেশ এবং একাদশী পারন মন্ত্র এবং বৈষ্ণব পঞ্জিকা অনুযায়ী একাদশী বাংলা মাস এর তালিকা খুজে থাকেন তাহলে আপনি সঠিক জায়গাতে এসেছেন। এই সীমা আইটি ওয়েবসাইটে আশা করা যায় সকল সঠিক তথ্য খুঁজে পাবেন এজন্য আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে।
একাদশী তালিকা ২০২৪ বাংলাদেশ ইসকন
প্রিয় পাঠক আমি এখন আলোচনা করব একাদশী তালিকা ২০২৪ বাংলাদেশ নিয়ে। শাস্ত্র মতে একাদশী তিথী ভগবান বিষ্ণুর কাছে খুবিই প্রিয়। ধর্মীয় তিথিতে এই সময়ে উপবাস পালনের মহিমা স্বয়ং শ্রীকৃষ্ণ, যুধিষ্ঠিকে বলেছিলেন। চলুন যেনে নেওয়া যাক একাদশী তালিকা ২০২৪ বাংলাদেশ ইসকন বৈষ্ণব পঞ্জিকা অনুযায়ী।
প্রিয় পাঠক, ২০২৪ সালে এই তালিকা অনুযায়ী সকলেই একাদশী দ্রুত পালন করতে পারবেন। অবশ্যই আপনার পরিবার এবং আত্মীয়-স্বজনদের সাথে শেয়ার করবেন।
একাদশী পারন মন্ত্র
একাদশ শব্দ থেকে একাদশী শব্দটি এসেছে। একাদশ শব্দটি হচ্ছে ১১তম দিন, পূর্ণিমা বা অমাবস্যার ১১ তম দিনের পর একাদশী ব্রত পালন করা হয়। সকলেরই উচিত একাদশী ব্রত পালন করা। শাস্ত্রে একাদশী ব্রত পালনের জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে, একাদশী পারন এর নির্দিষ্ট সময়ের আগে একাদশী পারন মন্ত্র জপ করতে হবে।
একাদশী পারন মন্ত্র
"একাদশ্যাং নিরাহারো ব্রতেনানেন কেশব।
প্রসীদ সুমুখ নাথ জ্ঞানবৃষ্টিপ্রদো ভব।।"
অথবা, একাদশী পারন মন্ত্র
"অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতেনানেন কেশব।
প্রসীদ সুমুখো নাথ জ্ঞানদৃষ্টীপ্রদো ভাব।।"
এছাড়াও গীতাই একাদশী পারন মন্ত্র কিছু মাহাত্ম্যে উল্লেখ রয়েছে। আমরা একাদশী ব্রত পালন করার পর এ সকল গীতার মাহাত্ম্য জব করতে পারি। চলুন জেনে নেওয়া যাক একাদশী ব্রত পালনের গীতার মাহাত্ম্যে মন্ত্র।
যোহধীতে বিষ্ণুপর্বাহে গীতাং শ্রীহরিবাসরে।
স্বপন জাগ্রৎ চলন তিষ্ঠন শত্রুভির্ন স হীয়তে।।
অর্থাৎঃ শ্রী বিষ্ণুর পর্বদিনে, একাদশী ও জন্মাষ্টমীতে যিনি গীতা পাঠ করেন, তিনি চলুন বা দাঁড়িয়ে থাকুন, ঘুমিয়ে বা জেগে থাকুন, (তিনি যে অবস্থায় থাকুক না কেন) শত্রু কখনো তার কোনো ক্ষতি করতে পারবে না।
আরো পড়ুন হিন্দুদের প্রধান তীর্থস্থান কোথাই
একাদশী ব্রত পারনের সময় সূচি
প্রিয় পাঠক পারনের সময়সূচি উপরের তালিকায় এবং নিচের তালিকায় উল্লেখ করা রয়েছে, তারপরও আপনাদের মাঝে একাদশী ব্রত পারনের সময় সূচি নিয়ে কিছু কথা উপস্থাপন করব। যদি একাদশ দিনে আমরা ব্রত পালন করি তাহলে দ্বাদশীর দিনে পালন করতে হবে এবং প্রাতঃকালে সূর্যোদয়ের পর একাদশী পারন মন্ত্র পাঠ করে পারন করতে হবে।
দ্বাদশী তিথির এক চতুর্থাংশ অর্থাৎ চার ভাগের এক ভাগ, প্রথম একভাগ সময়ের আগে সময়ের মধ্যে পালন করা যাবে না। ১২ ঘন্টাকে আপনি চারটি ভাগে ভাগ করুন। প্রথম একভাগ যে সময় দাঁড়াচ্ছে সেই সময়ে পালন করা যাবে না। প্রিয় পাঠক এটাই ছিল একাদশী ব্রত পারনের সময় সূচি। অবশ্যই একাদশী ব্রত পারনের সময় সূচি মেনে পারন করুন।
বৈষ্ণব পঞ্জিকা অনুযায়ী একাদশী বাংলা মাস এর তালিকা
প্রিয় পাঠক, আমরা অনেকেই অনলাইন জগতে বৈষ্ণব পঞ্জিকা অনুযায়ী একাদশী বাংলা মাস এর তালিকা খুজে থাকি। ২০২৪ সালের বৈষ্ণব পঞ্জিকা অনুযায়ী একাদশী বাংলা মাস এর তালিকা নিচে টেবিল চিত্রে দেওয়া রয়েছে।
প্রিয় পাঠক বৈষ্ণব পঞ্জিকা অনুযায়ী একাদশী বাংলা মাস এর তালিকা বা এই আর্টিকেল পড়ে যদি উপকৃত হন তাহলে অবশ্যই আপনার পরিবার, আত্মীয়-স্বজন এবং বন্ধুবান্ধব এর কাছে অবশই শেয়ার করবেন।
শেষ কথা
বন্ধুগণ, থাকি। শেষ কথা ই আজকে আমার এই আর্টিকেলটি ছিল একাদশী তালিকা ২০২৪ বাংলাদেশ ইসকন বৈষ্ণব পঞ্জিকা অনুযায়ী - একাদশী পারন মন্ত্র আশা করি আপনি এই আর্টিকেলে সঠিক তথ্য খুঁজে পেয়েছেন। কোন কিছু বুঝতে না পারলে বা কোন তথ্য জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে।
অনলাইন জগতে সীমা আইটির অবদান হবে অপরিসীম, এই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এই আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার পরিবার এবং বন্ধু-বান্ধবীর কাছে অবশ্যই শেয়ার করবেন।
শেষ কথা আপনাদের যদি কোন প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এতক্ষণ আমাদের ওয়েবসাইটের সঙ্গে থেকে একাদশী তালিকা ২০২৪ বাংলাদেশ ইসকন বৈষ্ণব পঞ্জিকা অনুযায়ী এবং একাদশী পারন মন্ত্র পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন এরকম নতুন নতুন পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url