হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ - শ্রী গুরু বন্দনা মহামন্ত্র

ভূমিকা

নমস্কার আমি শ্রী শুভ কুমার প্রামাণিক। প্রতিদিনের মতো আজকেও আরো একটা নতুন হিন্দু ধর্মীয় আর্টিকেল আপনাদের মাঝে নিয়ে এসেছি। আজকে আর্টিকেলটি মূলত হরি হরায়ে নম কৃষ্ণ, শ্রী গুরু বন্দনা, মহামন্ত্র ইত্যাদি। প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন আশা করি সকল প্রতীক নির্ভুল তথ্য এই আর্টিকেলে পাবেন।
হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ - শ্রী গুরু বন্দনা মহামন্ত্র
পোস্ট সূচিপত্রঃপ্রিয় পাঠক আপনি যদি হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ এবং শ্রী গুরু বন্দনা বা হরে কৃষ্ণ মহামন্ত্র এই সকল তথ্য গুগলে খুঁজে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন আশা করি সকল সঠিক নির্ভুল তথ্য এই আর্টিকেলে খুঁজে পাবেন।

হরি হরায়ে নম কৃষ্ণ

(হরি) হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ।

যাদবায় মাধবায় কি কেশবয় নমঃ৷৷

গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন।

গিরিধারী গোপীনাথ মদনমোহন ৷৷

শ্রীচৈতন্য নিত্যানন্দ শ্রীঅদ্বৈত সীতা।

হরি গুরু, বৈষ্ণব, ভাগবত, গীতা ৷৷

শ্রীরূপ, শ্রীসনাতন, ভট্ট-রঘুনাথ।

শ্রীজীব, গোপালভট্ট, দাস-রঘুনাথ।

এই ছয় গোসাঞির করি চরণ বন্দনা।

যাহা হৈতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ ৷৷

এই ছয় গোসাঞি যাঁর মুঞি তাঁর দাস।

তাঁ সবার পদরেণু-মোর পঞ্চগ্রাস ৷৷

তাঁদের-চরণ-সেবী ভক্তসনে বাস।

জনমে জনমে হয় এই অভিলাষ ৷৷

এই ছয় গোসাঞি যবে ব্রজে কৈলা বাস।

রাধাকৃষ্ণ-নিত্যনীলা করিলা প্রকাশ ৷৷

আনন্দে বল হরি, ভজ বৃন্দাবন।

শ্রীগুরুবৈষ্ণব পদে মজাইয়া মন ৷৷

শ্রীগুরু-বৈষ্ণব- পাদপদ্ম করি আশ।

নাম-সংকীর্তন কহে নরোত্তম দাস ৷৷

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।

হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ৷৷

শ্রী গুরু বন্দনা

শ্রীগুরুচরণপদ্ম                কেবল ভকতি্‌ সদ্ম,
        বৃন্দ ম মন্ত্রী সাবধান মতে।
যাঁহার প্রসাদে ভাই,            এ ভব তরিয়া যাই,
          কৃষ্ণ-প্রাপ্তি হয় যাঁহা হ,তে ৷৷
গুরু-মুখপদ্ম-বাক্য               চিত্তেতে করিয়া ঐক্য,
        আর না করিহ মনে আশা।
শ্রীগুরু-চরণে রতি,           এই সে উত্তম-গতি,
          যে প্রসাদে পুরে সর্ব আশা ৷৷
চক্ষু-দান দিল যাই,             জন্মে জন্মে প্রভু সেই,
         বিদ্যাজ্ঞান-হৃদে প্রকাশিত।
প্রেম-ভক্তি যাঁহা হৈতে,           অবিদ্যা-বিনাশ যাতে,
     বেদে গায় যাঁহার চরিত ৷৷
শ্রীগুরু করুণা-সিন্ধু,                 অধম-জনার বন্ধু,
      লোকনাথ লোকের জীবন।
হা হা প্রভু কর দয়া                দেহ মোরে পদছায়া,
এবে যশ ঘুষুক ত্রিভুবন ৷৷

হরে কৃষ্ণ মহামন্ত্র

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।

হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ৷৷

শেষ কথা

বন্ধুগণ, থাকি। শেষ কথা ই আজকে আমার এই আর্টিকেলটি ছিল হরি হরায়ে নম কৃষ্ণ - শ্রী গুরু বন্দনা ও হরে কৃষ্ণ মহামন্ত্র সম্পর্কে সমস্ত তথ্য আশা করি আপনি এই আর্টিকেলে সঠিক তথ্য খুঁজে পেয়েছেন। কোন কিছু বুঝতে না পারলে বা কোন তথ্য জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে।

অনলাইন জগতে সীমা আইটির অবদান হবে অপরিসীম, এই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এই আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার পরিবার এবং বন্ধু-বান্ধবীর কাছে অবশ্যই শেয়ার করবেন।

শেষ কথা আপনাদের যদি কোন প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এতক্ষণ আমাদের ওয়েবসাইটের সঙ্গে থেকে হরি হরায়ে নম কৃষ্ণ - শ্রী গুরু বন্দনা ও হরে কৃষ্ণ মহামন্ত্রএর সমস্ত তথ্য পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন এরকম নতুন নতুন পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

ছেলেদের কাম শক্তি বৃদ্ধির ঔষধ পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত টি এই আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার পরিবার আপনার বন্ধুবান্ধব আপনার আত্মীয়-স্বজনদের কাছে অবশ্যই শেয়ার করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url