শীত নিয়ে রোমান্টিক স্ট্যাটাস - শীত নিয়ে ছন্দ

 ভূমিকা

বন্ধুগণ আমরা অনেকেই জানি ৬ মাস পর পর ঋতুর পরিবর্তন হয়। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, বাংলায় পৌষ থেকে মার্ক এই দুই মাস তীব্র শীত পড়ে থাকে। শীত আমাদের প্রাকৃতিকভাবে অনেক কিছু দেয়, তাই আমি আজকে শীত নিয়ে রোমান্টিক স্ট্যাটাস, শীত নিয়ে ছন্দ, শীত নিয়ে স্ট্যাটাস নিয়ে এই আর্টিকেল লিখতে চলেছি।
শীত নিয়ে রোমান্টিক স্ট্যাটাস - শীত নিয়ে ছন্দ

পোস্ট সূচিপত্রঃপ্রিয় পাঠক, আপনি যদি শীত নিয়ে রোমান্টিক স্ট্যাটাস এবং শীত নিয়ে ছন্দ খুজে থাকেন এই আর্টিকেলটি আপনার জন্য। আশা করি সকল সঠিক তথ্য এই আর্টিকেলের মধ্যে পাবেন। তাই আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে তাহলে বুঝতে পারবেন চলন শুরু করা যাক শীত নিয়ে এ টু জেড।

প্রাকৃতিকভাবে শীত আমাদেরকে অনেক কিছু দেয় যেমন, কুয়াশা ভরা সকাল, মিষ্টি খেজুরের রস, ঘাসের উপর বিন্দু বিন্দু শিশির, নানান রকমের পুষ্টিগুনে ভরা নতুন নতুন সবজি, তীব্র ঠান্ডা আবহাওয়া এছাড়াও আরো অনেক কিছু। শীতকালে সকালবেলা ঘুম থেকে ওঠা টা অনেক কষ্টসাধ্য হয়ে থাকে।

শীতের সময় সোশ্যাল মিডিয়ায় শীত নিয়ে নানান রকম স্ট্যাটাস আমরা শেয়ার করতে পছন্দ করি। এই জন্য অনেকেই শীত নিয়ে রোমান্টিক স্ট্যাটাস বা শীত নিয়ে ছন্দ খুলে থাকেন। শীত নিয়ে রোমান্টিক স্ট্যাটাস পড়তে নিচের লেখা গুলো অনুসন্ধান করুন।

শীত নিয়ে রোমান্টিক স্ট্যাটাস

প্রিয় পাঠক এখন আমরা আলোচনা করব শীত নিয়ে রোমান্টিক স্ট্যাটাস। আজকে আপনাদের মাঝে অনেক মজার মজার রোমান্টিক স্ট্যাটাস নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।
  • তুমি কি মনে করছো এটা একটা খালি এসএমএস...... ঘনঘন কুয়াশার কারণে তুমি শব্দগুলি দেখতে পাচ্ছ না।
  • আমাকে জড়িয়ে ধরো, জড়িয়ে ধরে থাকো সকাল পর্যন্ত সারা জীবন যেন এই ভাবেই থাকো। বালিশের দিকে তাকিয়ে তুমি আমায় ভালোবাসো।
  • আমি ভালোবেসে তোমাকে শীতের চাদরে জড়িয়ে থাকবো ...... কারণ আমি যে ভালোবাসি শুধু তোমাকে,,... তুমি কি ভালবেসে থাকবে আমাকে?
  • এই শীতের রঙিন রঙিন দৃশ্য গুলোর মধ্যে আমরা প্রেমের অতীত এবং ভবিষ্যতের স্বপ্ন ।
  • আমি যখনই তোমার সঙ্গে থাকি, তখনই শীতের ঠান্ডায় আমার হৃদয় গরম হয়ে ওঠে তোমার প্রিয় হাসি আমার হৃদয়কে ঠান্ডা করে দেয়। তাই তুমি আমার জীবনের শীতকালীন অনুভূতির অতীত এবং ভবিষ্যতের স্বপ্ন।
  • শীত মানে অপরূপ সৌন্দর্য শীতকাল বড়ই প্রাণপ্রিয়, শীতের সকাল যখন মিষ্টি হয়ে ওঠে কখন কুয়াশার চাদর নেশার মতো জোরে থাকে।
  • শীতের সকালে শিশিরে পা রেখে চলার মত অনুভূতি আর কোথাও পাওয়া যায় না।
  • আমি আমার কম্বল একা রেখে কোথাও যাব না কারণ আমি তাকে অনেক ভালোবাসি।
  • আমি মনে করি তোমার সাথে থাকা টা আমার সবচেয়ে মূল্যবান সময়। তুমি আমার জীবনে শীতল বাতাস যা অন্যান্য ঋতুতেও আমাকে শীতল করে।
  •  একটি বছর গেলো আরো একটি নতুন মাস তার সাথে এলো আরো একটি শীতকাল আসল কিন্তু তুমি আমার জীবনে আজও আসলে না।
  • শীতকালীন সময়ে প্রেমের ঠান্ডায় তোমার সঙ্গে গরম কথার আলো জড়িয়ে রাখা আমার প্রতি মুহূর্তে।
  • এই শীতে আমার হৃদয় বরফ এর মত জমে আছে, আমার সাথে সম্পর্ক করলে আপনার ও ঠান্ডা লাগতে পারে।
  • তুমি কি জানো আমি সেই বীরপুরুষ যে গ্রীষ্ম কালে চকলেট খাই আর শীতকালে খাই আইসক্রিম।
  • তুমি আমার জীবনে শীতকালীন কম্বলের মতো যাকে সারা জীবন জড়িয়ে ধরে থাকতে ইচ্ছে করে।
  • চলো না, এই শীতে বিয়ে করে ফেলি।
প্রিয় পাঠক শীত নিয়ে রোমান্টিক স্ট্যাটাস আপনার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয় বন্ধু বান্ধবীর কাছে শেয়ার করবেন।

শীত নিয়ে ছন্দ

আমরা সোশ্যাল মিডিয়ায় শীতের মৌসুমে শীত নিয়ে ছন্দ প্রিয় মানুষদের কে খুশি করার জন্য এসএমএস করে থাকি। তাই আমি আজকে উক্ত আর্টিকেলে অনেক মজার মজার শীত নিয়ে ছন্দ লিখেছি। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো চলুন শীত নিয়ে ছন্দ শুরু করা যাক।
  • শীতের হিমেল পরশ পেয়ে রঙ ধরেছে পাতায়...... মনেও বুঝি রঙ ধরেছে তাই ছন্দ ভরে খাতায়।
  • শীতের দুঃখে বিরক্ত মন, অপেক্ষায় বসে আছে বসন্তে মৈসম, আসছে ফাগ্লন এই ভেবে মুখে হাসির ছায়া, দূরের পথে মিলছে অপেহ্মার মায়া।
  • শীতের সকালে লেপের তলায় কাটিয়ে দেওয়াই যায়...... কিন্তু যদি আসে স্বপ্ন তাহলে পড়তে হবে ভাই।
  • শীতের মধ্যে ছন্দ হয়না, ধরেছে বুঝি নতুন বায়না, আটকে গেছে নদীর বাঁধ, তোমায় খুজি দিনে রাত।
  • পাহাড়ের শিখরে শিশির ভেজা হাওয়ায় ছুটে এসে বেলা। কোমল হাতে মেহের পাখি, দেখতে সুন্দর বালার প্রকৃতি।
  • কুয়াশা দিয়ে ভরা এই শীতের সকাল, আর শিশিরে ভেজা ঘাস। মাটির সোধা সোধা গন্ধ প্রাণ ভরে নিও নিঃশ্বাস।
  • বৈশাখের ফুলে প্রজাপতি হাসে, শীতকালে আসে অলস ভাসে। মনে হাসির সুর শীতের প্রেমধার। সবুজ পাতায় লিখে নতুন কাহিনীর প্রেম মধুর ।
  • শীতেকালে শিশির বিন্দুগুলো এক পাতা থেকে আরেক পাতায় যেই ভাবে যায়, আমিও তোমার সাথে সেই রকম লুকোচুরি খেলতে চাই।
  • শীতের দিনে মেঘলা মেঘলা আকাশ, কম বৃষ্টি আর তিব্র কনকনে ঠান্ডা বাতাস।
  • তোমার ছন্দ কুয়াশার ভাসে, শিশির ভেজা ঘাসে। আমার ছন্দ বদ্ধ ঘরে, শীতের পৌষ মাঘ মাসে।
প্রিয় পাঠক শীত নিয়ে ছন্দ কেমন লাগলো? শীত নিয়ে ছন্দ যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।

শীত নিয়ে স্ট্যাটাস

প্রিয় পাঠক এখন আমরা আলোচনা করব, শীত নিয়ে স্ট্যাটাস। শীত মানে বিভিন্ন রকমের কার্যকলাপ যেগুলো আমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পছন্দ করি। তাই আমি আজকে আপনাদের মাঝে বিখ্যাত কিছু শীতে নিয়ে স্ট্যাটাস স্থাপন করব। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে।
  • শীতের সকালে শিশিরে পা রেখে চলার পথে আছে এক রমণীয় অনুভূতি যা বলে বোঝানোর মত নয়।
  • শীত গেল গরম এলো পুকুরের পানি ময়লা হলো, গরম এখন নতুন রূপ নদীতে দিতে হবে ডুব। ওরে আমার বন্ধুগণ, তোদের গরমের নিমন্ত্রণ।
  • শুধু গাছের ডালে ডালেই নয় আমাদের শরীরেও ছুঁয়ে যায় শীতের হিমেল হাওয়া। হিদয়ে দেয় দোলা দেহে জাগে শিহরণের মেলা।
  • শীতের সকালের সূর্য মামা উঠল জেগে ধানের এবং ঘাসের শিশিরে লেগে।
  • এই যে আমার পরান পাখি শীতকালের ওই লেপ তোমারে পেয়ে হয়েছে পূরণ আমার ভালবাসার স্বপ্ন ।
  • এই তীব্র শীত যেন তোমাকে দেখতে দেখতেই পার হয়ে যায়।
  • শীতের রোমান্টিক সকাল যেন ঘন কুয়াশার চাদরে জড়িয়ে থাকতে ভালোবাসে।
  • শীতকালে সকাল বেলার সূর্য ঘুম ভাঙ্গানোর প্রিয় এলাম।
  • শীতের দিনে রুপালি রোদের অপেক্ষা করতে করতে কেটে যায় কুয়াশা ভরা বেলা।
  • শীতের সময়ে ঠান্ডা বাতাস বুকে গরম লাগলে হয় সর্দি কাশি ঠিক তেমনি মেয়রের প্রতিশ্রুতি পাওয়া যায় প্রতিদিন সকালবেলা।
  • শীত শীত শীতের হাওয়া, কুয়াশার ভিড়ে হারিয়ে যাওয়া।
  • শীত আসলেই সকল পুরনো কথা মনে পড়ে। সকাল বেলা স্কুলে যাওয়া কুয়াশার ভিড়ে হারিয়ে যাওয়া। স্কুলে পিটি প্যারেড করা।
প্রিয় পাঠক, এতক্ষণ আপনারা শীত নিয়ে স্ট্যাটাস পড়লেন, যদি আপনাদের শীত নিয়ে স্ট্যাটাস ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন।

শীতের বিকেল নিয়ে স্ট্যাটাস

বন্ধুগণ উক্ত পোস্টে আমরা আলোচনা করব শীতের বিকেল নিয়ে স্ট্যাটাস তার মাঝে কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করি। শীতের বিকেল নিয়ে যদি কিছু বলতে চাই তাহলে অনেক কম হয়ে যাবে, শীতের বিকেল মানেই ঘর থেকে বাহির হলেই দেখা যায় আবার ও কোন এক নতুন করে কনো এক উৎসব মুখ্য পরিবেশ শুরু হয়েছে।

অনেকেরি শীতের বিকেল অপরূপভাবে ভালো লাগে তাই জন্য কম বেশি সকলেই বিকেল বেলা ঘর থেকে বাহিরে এসে সময় কাটায়। বিশেষ করে গ্রাম অঞ্চলের শীতের বিকেল এর পরিবেশটা মনে রাখার মত। মিষ্টি রোদের তাপ, ঝলমলে প্রকৃতি, ঠান্ডা গরম হওয়ার মাঝে শীতের বিকেলে আমরা হারিয়ে যেতে পছন্দ করি। শীতের বিকেলটা উপভোগ এবং নিজেকে ফ্রেশ করার মত দারুন সময়।

সোশ্যাল মিডিয়া শেয়ার করার জন্য শীতের বিকেল নিয়ে স্ট্যাটাস ক্যাপশন দিয়ে থাকি। তাই আমি আজকে আপনাদের মাঝে শীতের বিকেল নিয়ে অনেক সুন্দর সুন্দর স্ট্যাটাস উপস্থাপন করব আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। প্রিয় পাঠক চলুন শুরু করা যাক শীতের বিকেল নিয়ে স্ট্যাটাস।
  • কুয়াশা ভরা প্রকৃতির মাঝে পড়ন্ত সেই বিকেলে তুমি আর আমি এক সাথে হারিয়ে যেতে চাই, তুমিও কি আমার সাথে হারিয়ে যেতে চাও?
  • শীতের বিকিরের ওই দূর আকাশের লাল সূর্য টাও বলে দেয়, অভিমান যতই তীব্র হোক না কেন সময় হলে সেটা মিলিয়ে যায়।
  • আজও মনে পড়ে, পড়ন্ত সেই শীতের বিকেলে একসাথে হাত ধরে নদীর ধারে ঘুরতে যাওয়াটা। আজও মনে পড়ে।
  • এই শীতে পড়ন্ত বিকেলে তোমার সাথে বসে থেকে চা খাওয়ার মজাই অন্যরকম যা বলে বোঝানোর মত না।
  • ঠোঁটে মুচকি হাসি নিয়ে পার করে দিচ্ছে বিকেল বেলা, নিজের পায়ে দাঁড়াতে অতীত চলে গেছে অলসের মেলা।
  • পৌষের শীতে বিকেলের অনুভূতি, প্রিয় তোমার কাছে আমার হৃদয় ভরা প্রেমের আকৃতি।
  • দেখতে দেখতে ( নিজ নিজ বয়স ) পার হয়ে গেল তোমার সাথে হাতে হাত রেখে ঘুরতে যাওয়ার স্বপ্ন গুলো আজও পড়ে থাকলো।
  • কোন এক শীতের বিকেলে তুমি আর আমি হাত ধরে হাঁটবো দুজন নদীর পাড় ধরে। মৃদু মৃদু বাতাস কেপে উঠবে তোমার ওই দুই চোখ এবং আমার হৃদয়।
  • এই তীব্র শীতে মিষ্টি রোদের আলোয় তোমার সুন্দর মুখখানা যেন পূর্ণিমা চাঁদের মতো ঝলমল করছে, তাই না দেখে আমার মনের ভিতর কেমন কেমন যেন হচ্ছে।
  • স্বপ্ন ছড়ায় শীতকালের বিকেল রত্নের আলোর মতো করে ভালোবাসা ছড়িয়ে পড়ুক তোমার এবং আমার ঘরে।
প্রিয় পাঠক শীতের বিকেল নিয়ে স্ট্যাটাস যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। শীতের সকাল নিয়ে কিছু কথা জানতে চাইলে নিজের লেখাগুলো ভালো করে পড়ুন।

শীতের সকাল নিয়ে কিছু কথা

বন্ধুগণ এখন আমরা আলোচনা করব, শীতের সকাল নিয়ে কিছু কথা। প্রতি ২ মাস পর পর ঋতু পরিবর্তন হয়। ছয় মাস গ্রীষ্মকাল, ছয় মাস শীতকাল ঋতু ভেদে পৌষ এবং মাঘ বাংলার এবং ইংরেজির ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাঝামাঝি তীব্র শীত পাওয়া যায়। এইরকম ভাবেই চলে আসছে আমাদের প্রকৃতির লীলাখেলা।

অনেকেরই কাছে শীতকাল প্রিয়। শীতের সকাল নিয়ে কিছু কথা ই আমরা শীতের সকালে অনেক কিছু পেয়ে থাকি, শীতকালে প্রকৃতির দেওয়া অপরূপ দৃশ্য চলন জেনে নেওয়া যাক। বিশেষ করে গ্রাম অঞ্চলে শীতের সকালে খেজুরের মিস্টি রস পাওয়া যায়, যেটা আমরা মুড়ি দিয়ে খেতে অনেকেই পছন্দ করে থাকি।

আমরা শীতের সকালে দূর আকাশের মেঘের মতো ঠান্ডা কুয়াশার অন্ধকার সকাল দেখতে পাই। শীতের সকালে বিভিন্ন লতাপাতা বা দুব্বা ঘাস এর ওপর শিশিরের আস্তরণ পড়ে যা দেখতে এবং খালি পায়ে হাঁটতে বেশ দারুন লাগে। হলুদ সরিষা এবং ক্ষেত ধানের পাতা শীতের মৌসুমে সকালের শিশির পরে সাদা হয়ে যায়।

শীতের সকালে মানুষ খুঁজে উষ্ণতার পরশ, তাই জন্য আমরা শীতকালে সূর্যের তাপ গ্রহণ করতে অনেকেই পছন্দ করে থাকি। শীতের সকালে ঠান্ডার জন্য আমরা অনেকেই আগুন জ্বালিয়ে সেখানে হাত-পা তা দেওয়ার মজাই আলাদা। শীতের মৌসুমে নানান রকমের পুষ্টিগুণে ভরা সবজি পাওয়া যায়। শীতের মৌসুমী খেজুরের রসের সুস্বাদু গুড় পাওয়া যায়।

প্রিয় পাঠক, এতক্ষণ আমরা আলোচনা করলাম শীতের সকাল নিয়ে কিছু কথা। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।

শেষ কথা

বন্ধুগণ, থাকি। শেষ কথা ই আজকে আমার এই আর্টিকেলটি ছিল শীত নিয়ে রোমান্টিক স্ট্যাটাস - শীত নিয়ে ছন্দ আশা করি আপনি এই আর্টিকেলে সঠিক তথ্য খুঁজে পেয়েছেন। কোন কিছু বুঝতে না পারলে বা কোন তথ্য জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে।

অনলাইন জগতে সীমা আইটির অবদান হবে অপরিসীম, এই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এই আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার পরিবার এবং বন্ধু-বান্ধবীর কাছে অবশ্যই শেয়ার করবেন।

শেষ কথা আপনাদের যদি কোন প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এতক্ষণ আমাদের ওয়েবসাইটের সঙ্গে থেকে শীত নিয়ে রোমান্টিক স্ট্যাটাস এবং শীত নিয়ে ছন্দ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন এরকম নতুন নতুন পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url