প্রবাসীর বউয়ের কষ্টের স্ট্যাটাস - প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস ১৫০+
ভূমিকা
বিয়ে করে ঘরে বউ রেখে যেই সকল ভাইয়েরা প্রবাসে যায় তাদের বউ নানান কু কথার
শিকার হয়। পাশাপাশি সেই সকল বউ এবং তার স্বামী নানান রকম কার্যকলাপ থেকে বঞ্চিত
থাকে। একজন প্রবাসী বউ দীর্ঘ ৫ থেকে ১০ বছর স্বামীর ভালোবাসা ছাড়াই কাটিয়ে
দেয়। তাই প্রবাসীর বউয়ের কষ্টের স্ট্যাটাস - প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস ১৫০+
স্ট্যাটাস নিয়ে হাজির হয়েছি।
প্রিয় পাঠক আশা করি ভালই আছেন। প্রতিদিনের মতো আজকেও আরও একটি নতুন ব্লগ
আর্টিকেল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের আর্টিকেলটিতে রয়েছে, প্রবাসীর
বউয়ের কষ্টের স্ট্যাটাস, প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস, প্রবাস জীবন বড় কষ্টের
জীবন, প্রবাসীদের কষ্টের কবিতা, প্রবাসীদের ঈদের কষ্টের স্ট্যাটাস, প্রবাসী
কষ্টের sms ইত্যাদি।
প্রবাসীর বউয়ের কষ্টের স্ট্যাটাস
পরিবারের সুখের জন্য, যেই সকল ভাইয়েরা বাড়িতে তার বউ এবং সন্তান রেখে প্রবাস
নামক জেলখানায় যায় তাদের অনেক কষ্ট। প্রবাসী ভাইদের বউয়ের সহ্য করতে হয় নানান
লোকের নানান রকমের কথা। তাই প্রবাসীর বউয়ের কষ্টের স্ট্যাটাস নিয়ে হাজির হয়েছি।
প্রবাসীর বউয়ের কষ্টের স্ট্যাটাস জানতে হলে ধৈর্য এবং মনোযোগ সহকারে পড়তে থাকুন।
- প্রবাসী ছেলেদের বউ হওয়া এত সহজ না, ৩০ দিন একসাথে থাকার জন্য ৩ বছর অপেক্ষা করতে হয়।
- যখন তার হাতে পাসপোর্ট আসলো, তখনও সে আমাকে ভালোবাসে। যখন তার ভিসা হইল, তখনও সে আমাকে ভালোবাসে। যখন সে এয়ারপোর্টে গেল, তখনও সে আমাকে ভালোবাসে। কিন্তু যখন বিমানটা উড়াল দিয়ে দূর প্রবাসে চলে গেল, তখন থেকে শুরু হয়ে গেল অবহেলা।
- স্বামীজান...... ভালো আছেন ওই দূর প্রবাসে? ভালো থাকেন। জানেন একটা কথা, মাথার উপর দিয়ে যখন একটা বিমান উড়ে যায় তখন মনের ভিতর কালবৈশাখীর ঝড় উঠে। আর ভাবি, সেই বিমান টা কবে উড়বে, যেই বিমানে বসে আমার স্বামী আসবে।
- বাংলাদেশে থাকা মানুষগুলো মনে করে কি জানেন, বিদেশ জানি কত সুখের। যাও, যাও গিয়ে দেখো কত সুখের। দেশে থেকে ভালোনা, যে টাকার গাছ বিদেশ পালঙ্কে শুয়ে শুয়ে খায়। যাও যাও গিয়ে দেখো কি করে খায় তারা।
- ডাক্তারের বউ গর্ব করে, তার স্বামী রোগীদের সেবা করে, আর্মিদের বউ গর্ব করে, তার স্বামী দেশের সন্ত্রাস মুক্ত রাখে। পুলিশ এর বউ গর্ব করে, তার স্বামী জনগণের নিরাপত্তা দেয় বলে। আর আমি গর্ব করি, রেমিট্যান্স যোদ্ধার বউ হয়ে। আমার স্বামী ও কম কিসে? দেশের আয়ে আমার স্বামী ও তো সামিল আছে।
- আমার মনে অনেক ব্যথা, বুকে জমে আছে অনেক কথা।
- লোকে ভাবে প্রবাস জীবন বড় শান্তিময়, গয়না গাটি পইরা থাকি এটাই লোকে কয়।
- প্রবাসীদের দুঃখ বোঝার মানুষ তো আর নেই, আমি প্রবাসীর বউ একটু মানসিক শান্তি চাই।
- আমরা নাকি কারি কারি টাকা-পয়সা খাই, অথচ আমাদের মত কপাল পোড়া আর তো কেউ নাই।
- সুখে রাখার জন্য স্বামী গেছে প্রবাসে, আসলেই কি সুখে আছি এই বিষধর সমাজে।
- প্রবাসী বউ হওয়ার থেকে বিয়ে না করে এমনি থাকা ভালো। অপেক্ষা করতে করতেই জীবনটা শেষ।
- একজন প্রবাসীর বউ বাস্তবতার কাছে অসহায়, কখনো নিজের পরিবারের কাছে বা কখনো শ্বশুরবাড়ির লোকজনের কাছে কখনো বা ইচ্ছের কাছে, প্রিয় মানুষটার থেকে দূরে থাকা যন্ত্রণাদায়ক।
- একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত অন্যের জন্য বাঁচে, একটা মেয়ের জীবনে সবথেকে বড় পাওয়া একজন কেয়ারিং হাজব্যান্ড। তার সেই মানুষ টাও যখন দেশের বাহিরে দূরে থাকে সেটা একটা মেয়ের কাছে ঠিক কতটা কষ্টের তা শুধু সেই মেয়েটাই জানে।
প্রিয় পাঠক এতক্ষণ আপনারা প্রবাসীর বউয়ের কষ্টের স্ট্যাটাস সম্পর্কে পড়লেন। আশা
করি আপনাদের প্রবাসীর বউয়ের কষ্টের স্ট্যাটাস পড়ে ভালো লেগেছে। অবশ্যই আপনার
পরিচিত ব্যক্তি এবং প্রবাসী বউদের সাথে শেয়ার করবেন, দেখবেন তারা অনেকটাই খুশি
হবেন।
প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস
প্রবাস জীবনের এক করুন গল্প, দিনের পর দিন তারা পড়ে থাকে বিদেশের মাটিতে। ছোট্ট
এই জীবনে অধিক মূল্যবান সময়টুকু প্রবাসে কাটিয়ে আসে প্রবাসীরা। বন্ধুগণ
প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস নিয়ে হাজির হয়েছি। এইগুলো স্ট্যাটাস প্রবাসীদের মনের
কষ্টের মাঝে কিছু সময়ের জন্য সুখ বয়ে আনবে এগুলো স্ট্যাটাস পড়লে। চলুন
প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস জেনে নেয়া যাক।
- একটা মনের কথা কি জানেন, মায়ের আঁচল ছেড়ে এই প্রবাসে এসেছিলাম কিছু খুশির জন্য। হা হা হা কিন্তু আজ মনে হচ্ছে, এই প্রবাস আমাকে এত তাড়াতাড়ি ছাড়বে না। কারণ আজ সবার খুশি, আমার মুখের দিকে তাকিয়ে।
- বাস্তবতা কি জিনিস ওই মানুষগুলাই জানে, যেই মানুষগুলো নিজের দেশ ছেড়ে ওই প্রবাসে আছে।
- প্রবাসীদের টাকার হিসাব পরিবারের সবাই রাখে, কিন্তু একজন প্রবাসী কতটা কষ্ট করে কাজ শেষে নিজেই ক্লান্ত, তারপরেও নিজের রান্না নিজেই করে এই খবরগুলো কয়জনের রাখে।
- কতদিন তোমায় দেখি না মাগো, থাকো কত দূরে। প্রবাস জীবন লাগেনা ভালো, তোমার কোল ছেড়ে।
- সুখে কাঁদি আবার দুঃখেও কাঁদি, এত সুন্দর দেশ থাকতেও আমরা হলাম প্রবাসী।
- স্বপ্ন ছিল বাধবো ঘর প্রবাস আমায় করলো পর, জন্ম নিলাম বাংলাদেশ ঘুমাইতে যাই প্রবাসে।
- প্রবাসী মানেই নিঃসঙ্গতা আর চোখের জলে বালিশ ভিজানো এক কোমল গল্প।
- কেউ প্রবাস জীবন বেঁছে নাই, নিজের ক্যারিয়ারের জন্য। আবার কেউ প্রবাস জীবন বেছে নাই, নিজের পরিবারের সুখের জন্য।
- প্রতিটা প্রবাসী রাতে এটা ভেবে ঘুমায়, হয়তো সকালে তার পরিবারের কেউ একজন ফোন করে বলবে তোর আর বিদেশ থাকা লাগবেনা, তুই দেশে ফিরে আয় এখানেই কিছু একটা কাজ করে খাবি।
- প্রতিটা প্রবাসী ওখানে গায়ের রক্ত ঘাম করে ধরায়, আর সেই প্রবাসীর বউ-বাচ্চা ছোট ভাইয়েরা সেই টাকা দুহাতে উড়াই।
- দেশে বাবা-মা বা আত্মীয়-স্বজন কেউ মারা গেলে বাথরুমে ট্যাব ছেরে বা মুখে হাত রেখে কান্না করে চোখ মুছে হেসে উঠার নাম প্রবাসী।
- নিজের বউটা আগের মত আর কথা বলতে চায় না, তবুও কাউকে অভিযোগ করতে না পেরে নিকোটিনের ধোয়াই নিজের কষ্ট ওড়ানো মানুষটার নামই প্রবাসী।
- কাজের নামে ড্রেন পরিষ্কার, বাগান পরিষ্কার, ড্রাইভার, হোটেলের ওইটার, জীবনের মায়া ত্যাগ করে বিল্ডিং এর চূড়ায় ওঠা মানুষটার নাম প্রবাসী।
- স্বপ্ন পূরণ করতে ছেলেটা প্রবাসে আসা আজ দেশে ফিরাটাই স্বপ্ন হয়ে গিয়েছে, দেশে কাটানোর প্রতিটা মুহূর্ত ছেলেটা আজ কল্পনাতে বেড়ায় এইতো বাসায় বসে।
- হাত ভেঙ্গে, পা ভেঙ্গে, ফোনের ওই পাশে ভালো আছি বলার মানুষটার নামই প্রবাসী।
প্রিয় পাঠক প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে
জানিয়ে দিবেন। অবশ্যই আপনার পরিচিত প্রবাসী ভাইদের কাছে এই তথ্যটি শেয়ার করবেন।
প্রবাস জীবন বড় কষ্টের জীবন
আমাদের দেশ থেকে যারা বাহিরের দেশে কাজ করতে যান তাদেরকে আমরা প্রবাসী বলি। তারা
বাহিরের দেশে কেন যান, জানেন কি? আমাদের দেশে কর্মসংস্থান এর অভাব বলে। প্রবাস
জীবন বড় কষ্টের জীবন, পরিবারের সুখের জন্য দেশ ও পরিবার আত্মীয়-স্বজন
বন্ধু-বান্ধব এর মায়া ত্যাগ করে আরেক দেশে গিয়ে কাজ করে অর্থ উপার্জন করা।
আরো পড়ুন মজার মজার ঈদের শুভেচ্ছা ফেসবুক স্ট্যাটাস
দেশ থেকে প্রবাসে গিয়ে কি খুব ভালো থাকে কেউ? না। ক্ষণে ক্ষণে মনে পড়ে তার
দেশের ফেলে আসা সহস্র স্মৃতি গুলো। প্রবাস জীবন বড় কষ্টের জীবন পরিবারের মুখে
হাসি ফোটাতে একজন প্রবাসী সকাল ৮ টাই কাজে যান এবং রাত ৯ থেকে ১০ টাই কাজ থেকে
আসে। কাজ থেকে আসার পর নিজের নোংরা জামা কাপড় নিজেই পরিষ্কার করে এবং নিজের
রান্না নিজেই করে।
ছোটবেলায় অনেকের স্বপ্ন থাকে, দূর দেশে বেড়াতে যাবে। বড় হয়ে যদি যায় সেই দূর
দেশে কাজের উদ্দেশ্যে তাহলে তাদের বাড়ি ফেরাটাই স্বপ্ন হয়ে দাঁড়ায়। প্রবাস
জীবন বড় কষ্টের জীবন সারা দিন সারা মাস ক্লান্ত পরিশ্রম করে কাজ শেষে পরিবারের
সাথে একটু সময় ধরে কথা বলেন তারা। হাজারো কষ্ট বুকে জমে রেখে পরিবারের মুখে হাসি
ফুটাতে ভালো আছি এটাই প্রবাসীদের নীতি।
প্রবাস জীবন বড় কষ্টের জীবন, প্রবাসী ভাইয়েরা না কিনতে এবং পড়তে পারে ভালো
জামা কাপড়, না খাইতে পারে নানান রকমের নামি দামি খাবার। মাস শেষের দিকে পরিবারের
কেউ একজন ফোন দিয়ে হাজারো চাহিদার গল্প শোনাই। একজন প্রবাসী পরিবারের সুখের জন্য
বাড়ির বটগাছ হয়ে ছায়া দেয়।
অনেক প্রবাসী দালাল এর মাধ্যমে বিদেশে গিয়েছেন। দালাল নানান রকমের ভালো ভালো কথা
ও কাজ দিবে বলে বেশি টাকা পয়সা নিয়ে বিদেশে পাঠিয়েছেন। দালাল বলেছিলেন ভালো
কাজ, এসে দেখেন অনেক কষ্ট এবং খাটুনির কাজ। আবার অনেকেই কাজ পাই না। অনেক দালাল
রয়েছেন এভাবে লুটিয়ে নিচ্ছেন প্রবাসীদের কাছ থেকে লাখ লাখ টাকা। তাদের থেকে
সাবধান।
ইচ্ছে করলে সব কিছু ফেলে দেশের মাটিতে চলে আসতে পারে, কিন্তু না। প্রবাসীদের সময়
এবং পরিস্থিতি তা করতে দেয় না। তবে প্রবাসী ভাইদের দীর্ঘ ৩ থেকে ৪ বছর পর এক মাস
অর্থাৎ ৩০ দিন বাড়ি থেকে ঘুরে আসার সুযোগ রয়েছে। তাই তার শত কষ্ট হলেও তার
পরিবার সুখে ও সুন্দর থাকার জন্য সে প্রতিনিয়তই কাজ এবং কষ্ট করে যায়।
প্রবাসীদের কষ্টের কবিতা
প্রিয় পাঠক এখন আমরা উক্ত আর্টিকেলে প্রবাসীদের কষ্টের কবিতা বিস্তারিত নিচে তুলে
ধরব। আপনারা প্রবাসীদের কষ্টের কবিতা সম্পর্কে করতে হলে নিচের লেখা গুলো মনোযোগ
এবং ধৈর্য সহকারে পড়তে থাকেন।
ও প্রবাসী ভাই,
নিজের প্রতি কোনো তোমার
একটুও মায়া নাই।
সৃষ্টির সেরা জীব তুমি
আল্লাহ তালার সৃষ্টি,
কেন তোমার মন আকাশে
বারো মাস ঝড়-বৃষ্টি।
প্রবাসীদের কষ্টের কবিতা
চোখে তোমার জল লুকানো
বুকে জমা কষ্ট,
তুমি যে ভাই খুব সুখী নও
বোঝা যায় স্পষ্ট।
প্রবাসীদের কষ্টের কবিতা
প্রবাসী হলেও কিন্তু
তুমি মানুষ ভাই।
কেন নিজেকে ছোট ভাবো?
জানতে আমি চাই।
জন্ম নিয়ে এলে তুমি,
বিদেশ চলে গেলে।
সারা জীবন এত খেটে,
কি এমন আর পেলে।
প্রবাসীদের কষ্টের কবিতা
আয় করছো তুমি ভাই
ভোগ করবে সবে,
একই নিয়ম এই পৃথিবীর
জবাব কি কেউ দিবে?
সবার কথা চিন্তা করে
করছো তুমি আয়,
তোমার কষ্ট বুঝে কয়জন
সবাই শুধু চায়।
প্রবাসীদের কষ্টের কবিতা
ও ভাই প্রবাসী
নিজের প্রতি কেন তুমি এত উদাসী।
একটিবার প্রবাস গেলে
হয়েতো যাও পর,
শত কষ্ট করে তুমি
গড়ে তুলো ঘর।
সেই ঘরেতে তুমি থাকোনা
থাকে পরিবার,
১০ বছরে তুমি হয়তো
আসো দু চার বার।
প্রবাসীদের কষ্টের কবিতা
তোমার কষ্টে কামাই টাকায়
সবাই থাকে ভালো,
কেউ কি ভাবে তোমার জীবন
হচ্ছে কেমন কালো।
কাজ করা খাওয়া আর
ঘুমানোটাই প্রবাস,
রংহীন সেই দূর জীবনে
কত দীর্ঘ শ্বাস।
প্রবাসীদের কষ্টের কবিতা
চোখে তোমার স্বপ্ন বোনা,
পরিবারের জন্য।
তাদের কাছে তুমি কিন্তু,
টাকার তরে গন্য।
প্রবাসীদের কষ্টের কবিতা
সারা জীবন আয় করছো,
ভোগ করবে কবে?
এই কথাটি ভাবার তোমার
সময় কি ভাই হবে?
প্রবাসীদের কষ্টের কবিতা
তোমার সন্তান দুনিয়ায় আসে
তুমি থাকো দূরে,
আদর মায়া সব কিছুকে
বুকে বন্দী করে।
প্রবাসীদের কষ্টের কবিতা
অশ্রু জলে দোয়া করে
শান্তি পাও মনে,
জড়াতে তুমি পারো নাকো
সৃষ্টিকর্তার দেওয়া এসব আয়োজনে।
প্রবাসীদের কষ্টের কবিতা
তোমার সন্তান বড় হয়
তোমার আদর ছাড়া,
জানি তোমার বুকে এ কষ্টটা
নৃত্য করে তারা।
প্রবাসীদের কষ্টের কবিতা
ছোট্ট বাচ্চার বিনোদন যে কত মজার ভাই
তুমি তো প্রবাসী,
আমি তোমাকে কি করে বুঝাই?
পিতার আদর ছাড়া যে সন্তান বড় হয়,
সুখের ভিড়েও তার বুকে দুঃখ জমে নয়।
প্রবাসীদের কষ্টের কবিতা
আমরা যারা দেশে থাকি
সুখে আর দুঃখে,
ভাগ করে নেই দুঃখ টাকে
সবাই সবার বুকে।
টাকা থাকলেই সুখ আসবে এ কথাটা ভুল,
ভালোবাসা দিলেও কিন্তু ফোটে সুখের ফুল।
প্রিয় বন্ধুগণ এতক্ষণ আপনারা প্রবাসীদের কষ্টের কবিতা সম্পর্কে পড়লেন। কেমন
লাগলো প্রবাসীদের কষ্টের কবিতা? কমেন্ট করে জানিয়ে দিবেন।
প্রবাসীদের ঈদের কষ্টের স্ট্যাটাস
বাংলাদেশ থেকে প্রায় অসংখ্য মানুষ বিদেশে গিয়েছেন কাজ করার উদ্দেশ্যে, তাদেরকে
সাধারণত প্রবাসী বলা হয়। অনেক প্রবাসী আছেন এরা এমন এক জায়গায় কাজ করে, যেখানে
লাখ লাখ প্রবাসী ঈদের দিনে ঈদের নামাজ পড়ার সৌভাগ্য হয় না। তাই এদের জন্য আমরা
প্রবাসীদের ঈদের কষ্টের স্ট্যাটাস তৈরি করেছি, যেগুলো পড়লে প্রবাসীদের মন ভালো
হয়ে যাবে।
- দেশের সব মানুষ ঈদের শপিং নিয়ে ব্যস্ত, আর আমরা প্রবাসীরা কাজ নিয়ে ব্যস্ত।
- সবারই ছুটি আছে ঈদের ছুটিতে সবাই বাড়িতে যাবে, বাবা-মা পরিবারের সাথে ঈদ করবো। শুধু যাওয়া হবেনা আমার মতো প্রবাসীদের।
- কখনো কি ভেবে দেখছেন একজন প্রবাসী ঈদ কেমন হয়? তাদের বাড়ির মানুষ ছাড়া ঈদ পালন করতে কেমন লাগে? তোমার বাসায় থাকা আমাদের বাবা, ভাই, চাচা সকলের ঈদ পালন যেন সুন্দর হয় সেই জন্য ঈদের দিন এক মিনিটের জন্য হলেও তাদের সাথে হাসিমুখে ভালোভাবে কথা বলো। তাদের ঈদের দিনটা খুব সুন্দর কাটবে।
- ঈদের ছুটিতে সবার বাড়ি ফেরা হলো, আমাদের হবে না। আর আমাদের জন্য কেউ অপেক্ষা ও করবে না কারণ আমরা যে প্রবাসী।
- কিসের জীবন ভাই, যেখানে নিজের পরিবার টাই পাশে নেই।
- ঈদ তো তাদের জন্য, যারা মা বাবা আর পরিবারের সাথে থাকে। আর প্রবাসীরা ঈদের দিনেও ডিউটি আর টাকা ইনকাম নিয়ে নিজেকে ব্যস্ত রাখে।
- ঈদের দিন তোমরা কত প্ল্যান করে রাখছো, কত কিছু করবে, আর আমরা প্রবাসীরা, ঘুম টা পূরণ করার প্ল্যান করছি, কিছু মানুষের ভাগ্যে তাও হবে না।
- সবার ঈদ একরকম হয় না, কিছু মানুষ ঈদটা পরিবারের সাথে করতে পারে না। নামাজের পর বন্ধুদের সাথে কোলাকুলি হয় না। আনন্দ নয়, কাজের ব্যস্ততায় কাটাতে হয় ঈদের দিন। বাড়ি ফেরার জন্য মন ছটফট করলেও কাঁধে যে অনেক দায়িত্ব। আর ছুটি পাওয়াও তো সম্ভব নয়। তবুও শত কষ্টের মাঝেও কেউ যদি বলে ঈদ মোবারক তখন সব দুঃখ যেন শেষ হয়ে যায়।
প্রিয় পাঠক এতক্ষণ আপনারা প্রবাসীদের ঈদের কষ্টের স্ট্যাটাস সম্পর্কে পড়লে। যদি
ভালো লেগে থাকে অবশ্যই আপনার প্রবাসী ভাই, বন্ধু বা আত্মীয়-স্বজনদের সাথে শেয়ার
করবেন।
প্রবাসী কষ্টের sms
অনেকেই প্রবাসী কষ্টের sms গুগলে খোঁজাখুঁজি করেন। যদি প্রবাসী কষ্টের sms খুঁজে
থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। প্রবাসী কষ্টের sms জানতে হলে নিচের
লেখাগুলো পড়তে থাকুন।
- প্রবাসীরা অসুস্থ হলেও দেখার মত তাদের কেউ নেই, নিজের চিকিৎসা নিজেকেই নিতে হয়। এরপরেও সময় মতন পরিবারে টাকা দিতে না পারলে কত কথাই না শুনতে হয়। এর নামই প্রবাস জীবন।
- প্রবাস জীবনে এমন এক জীবন যে জীবনে প্রবাসীদের কোন চাওয়া পাওয়া থাকে না। শুধুমাত্র পরিবারকে খুশি রাখার জন্যই নিজের দেশ ছেড়ে অন্য দেশে বাড়ি জমাতে হয়। হ্যাঁ এটাই প্রবাসী।
- অনেক কষ্টের মাঝেও মাস শেষে বলা যায় এই মাসে একটু বেশি করে টাকা পাঠাতে পারবি? কেউ এটা বলে না বাবা তুমি সেখানে ভালো আছো তো? এটাই হলো প্রবাস জীবন।
- সারাদিন হাড়ভাঙ্গা িশ্রমের পর দিনশেষে প্রিয় মানুষটার সাথে একটু কথা বলার জন্য উতোলা হলেও একটা সময় দেখা যায় প্রিয় মানুষটাও বিরক্ত বোধ হয়। তখন আর একজন প্রবাসীর কিছুই করার থাকে না।
- প্রবাসীদের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য কঠোর পরিশ্রম করতে হয়। তাও এমন একটা জায়গায় সেখানে ভাই-বোন, মা-বাবা, আত্মীয়-স্বজন, কোন মানুষ থাকে না। এই জীবনের নামই প্রবাস জীবন।
- সময় মত প্রবাসীরা দেশে ফিরতে না পারার কারণ তার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলে। সেই প্রিয় মানুষটা ভুল হয়ে যায়। এই কষ্টগুলো একান্তই নিজের যা কারো সাথে শেয়ার করার মত কোন মানুষ নেই।
শেষ কথা
বন্ধুগণ, শেষ কথাই আজকে আমার এই আর্টিকেলটি ছিল প্রবাসীর বউয়ের কষ্টের স্ট্যাটাস
- প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস ১৫০+ এই সকল তথ্য আশা করি আপনি এই আর্টিকেলে সঠিক
তথ্য খুঁজে পেয়েছেন। কোনো কিছু বুঝতে না পারলে বা কোনো তথ্য জানার থাকলে আমাদের
সাথে যোগাযোগ করতে পারে।
অনলাইন জগতে সীমা আইটির অবদান হবে
অপরিসীম, এই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এই আর্টিকেলটি যদি আপনার ভালো
লেগে থাকে তাহলে জনসচেতনতার ক্ষেত্রে আপনার পরিবার এবং বন্ধু-বান্ধবীর কাছে
অবশ্যই শেয়ার করবেন।
শেষ কথা আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে
দিবেন। এতক্ষণ আমাদের ওয়েবসাইটের সঙ্গে থেকে প্রবাসীর বউয়ের কষ্টের স্ট্যাটাস -
প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস ১৫০+ এর সমস্ত তথ্য পড়ার জন্য আপনাকে অসংখ্য
ধন্যবাদ। প্রতিদিন এরকম নতুন নতুন পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট
ফলো
করুন, ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url